সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৫
সুরমা মেইলঃ বলিউডের নায়কদের মধ্যে সবচেয়ে বেশি আদুরে শরীর দেখিয়েছেন সাল্লু মিঞা। আর দেখাবেন নাই বা কেনো বলিউডে তো একপ্রকাশ বিশ্বাস প্রচলিত আছে ছবিতে নাকি সালমান খান খালি গায়ে থাকলেই সে ছবি বক্স অফিসে ভাল ব্যবসা করবে! ভক্তরা বিশ্বাস করতেন খালি গায়ে থাকতে বেশ পছন্দই করেন সাল্লু মিঞা।
তবে পোশাক পড়া বা আদুরে শরীর দেখানো নিয়ে এতোদিন মুখ খোলেননি সাল্লু। এতো দিনে তিনি জানালেন যে, পোশাক পরতে নাকি তার অস্বস্তি হয়, আর সেজন্যই খালি গায়ে থাকতে বেশি পছন্দ করেন ‘ভাইজান’।
সে কারণেই বেশির ভাগ ছবিতে আদুর গায়েই দেখা যেত তাঁকে।
সম্প্রতি আহমেদাবাদে একটি ফ্যাশন শোতে হাজির ছিলেন ভাইজান। সেখানেই তিনি জানিয়েছেন, বাড়িতে বেশির ভাগ সময়েই খালি গায়ে থাকেন।
নায়কের কথায়, ‘‘জামা গায়ে দিলেই আমার কেমন অস্বস্তি শুরু হয়। তবে তা কেন বলতে পারব না। বিশ্বাস না হলে একদিন আমার বাড়িতে আসুন। নিজের চোখেই দেকে যাবেন আমি কী ভাবে থাকি।”
সালমানের দাবি, তাঁর বাবা সেলিম খানও বাড়িতে আদুর গায়েই থাকেন।
তবে তাঁদের পরিবারের সকলেরই পছন্দ খাদির পোশাক। তাই সুটিংয়েও সম্ভব হলে খাদির পোশাক পরতেই পছন্দ করেন ‘ভাইজান’।
Design and developed by ওয়েব হোম বিডি