প্যারিসের সন্ত্রাসী হামলার পেছনে যে ধর্মান্ধ সশস্ত্র বাহিনী

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৫

প্যারিসের সন্ত্রাসী হামলার পেছনে যে ধর্মান্ধ সশস্ত্র বাহিনী

President

সুরমা মেইল : ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওঁল্যাদ বলেছেন, প্যারিসের সন্ত্রাসী হামলার পেছনে আছে যে ধর্মান্ধ সশস্ত্র বাহিনী, তাদের যে কোন মূল্যে ধ্বংস করা হবে।

দু সপ্তাহ আগে ঐ হামলায় নিহতদের স্মরণে আজ প্যারিসে এক অনুষ্ঠানে তিনি একথা বলেছেন।

এদিকে ফ্রান্স এই প্রথমবারের মতো বলেছে, সিরিয়া থেকে ইসলামিক স্টেটকে নির্মূল করার এই অভিযানে দরকার হলে তারা সিরিয়ার সরকারি বাহিনীর সাহায্য নিতেও প্রস্তুত।

প্রেসিডেন্ট অঁল্যাদ মস্কোতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক বৈঠক শেষে দেশে ফেরার পর তার পররাষ্ট্র মন্ত্রী লরাঁ ফ্যাবিও একথা জানিয়েছেন।

মিঃ ফ্যাবিও বলেছেন শুধু বিমান আক্রমণ চালিয়ে ইসলামিক স্টেটকে ধ্বংস করা সম্ভব হবে না। এর জন্য স্থল সেনাদের প্রয়োজন। এবং ফ্রান্স সেখানে কোনো স্থল সেনা পাঠাবে না।

কাজেই মিঃ ফ্যাবিও বলেছেন এক্ষেত্রে স্থলে যুদ্ধ করবে সিরিয়ার বিদ্রোহী বাহিনীর সৈন্যরা, সুন্নি আরব সেনারা।

পাশ-পাশি তিনি বলেছেন সিরিয়ার সরকার বাহিনীই বা বাদ যাবে কেন? তারাও এই লড়াইয়ে অংশ নেবে।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com