প্যারিস যাচ্ছেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৫

প্যারিস যাচ্ছেন শিক্ষামন্ত্রী
nahid
সুরমা মেইলঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হয়ে ইউনেসকোর সাধারণ সম্মেলনে যোগ দিতে আজ সোমবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা হবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সন্ধ্যায় রওনা হয়ে আগামীকাল মঙ্গলবার প্যারিসে পৌঁছাবেন মন্ত্রী। কালই তিনি ইউনেসকোর সাধারণ সম্মেলনে যোগ দেবেন।

শিক্ষামন্ত্রী নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বনির্ধারিত ফ্রান্স সফর গতকাল রবিবার বাতিল করা হয়। ইউনেসকোর সাধারণ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে আজ তাঁর প্যারিসে যাওয়ার কথা ছিল।

গত শুক্রবার রাতে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার ঘটে। এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা এই সফর বাতিল করেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com