সিলেট ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৫
সুরমা মেইলঃ প্রাধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আরও সক্রিয় ও আন্তরিক হওয়ার জন্য মন্ত্রিপরিষদের সদস্য ও সচিবদের প্রতি নির্দেশ দিয়েছেন। চলতি বছরের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে রোববার এ নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আপনাদের বাজেট বরাদ্দের কার্যকর ফল দেখাতে হবে। মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা যদি ব্যর্থ হই, তাহলে আমাদের রাজনীতির কোনো তাৎপর্য নেই। সে কারণে গ্রামীণ এলাকায় উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হতে হবে।
বাংলাদেশকে মর্যাদাসম্পন্ন জাতি হিসেবে গড়ে তোলার জন্য শপথ নিতে সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চলতি মেয়াদে আমাদের হাতে মাত্র তিন বছর সময় আছে। এর মধ্যেই আমরা দেশকে এমন অবস্থানে নিয়ে যেতে চাই যেখানে জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০১৫-২০১৬ অর্থবছরের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে ৪৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা বার্ষিক কর্মসম্পাদনা চুক্তিতে (এপিএ) স্বাক্ষর করেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ অনুষ্ঠানে বক্তব্য দেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) নজরুল ইসলাম এপিএর বিস্তারিত তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে মন্ত্রীর অঙ্গীকারের দলিল হচ্ছে এপিএ। মন্ত্রণালয়/বিভাগের সচিবরা প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা, সম্পদের যথাযথ ব্যবহার করে উদ্যোগগুলোকে বাস্তবে রূপ দেবেন। রূপকল্প-২০২১ বাস্তবায়নে প্রণীত পরিকল্পনায় দ্বিতীয় বছর এ চুক্তি সম্পাদিত হল।
প্রধানমন্ত্রী বলেন, অগ্রগতির ধারা বজায় রাখতে কোনো মন্ত্রণালয় ব্যর্থ হলে সার্বিক জাতীয় উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে ফলাফলভিত্তিক ব্যবস্থাপনা পদ্ধতি জরুরি। অভূতপূর্ব অর্থনৈতিক সাফল্য সত্ত্বেও আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। রূপকল্প-২০২১ বাস্তবায়ন এবং ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশ নির্মাণে উন্নয়নের গতি জোরদার এবং আরও কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
শেখ হাসিনা বলেন, একটি স্বাধীন জাতি অন্যের কাছে ভিক্ষা সহায়তা ছাড়াই মাথা উঁচু করে বাঁচতে চায়। বাস্তবমুখী ও সুনির্দিষ্ট পরিকল্পনার কারণেই বাংলাদেশ নিু মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। তিনি বলেন, তার সরকার মানুষের সেবা করতে চায়। কারণ তাদের সেবক তাদের প্রভু নয়। চলতি অর্থবছরের প্রকল্পগুলোর দ্রুত ও যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, এপিএ স্বাক্ষরের পর মন্ত্রীদের বসে থাকলে চলবে না। আপনাদের অগ্রাধিকার নির্ধারণ করে এখন কাজ শুরু করতে হবে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি