প্রক্টর আব্দুল বাছেতের বরখাস্তের দাবিতে সিকৃবিতে মানববন্ধন

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৬

প্রক্টর আব্দুল বাছেতের বরখাস্তের দাবিতে সিকৃবিতে মানববন্ধন

images
সুরমা মেইল নিউজ : প্রক্টর আব্দুল বাছেতের বরখাস্তের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সোমবার (২১ মার্চ) দুপুরে এ মানববন্ধনে বক্তারা প্রক্টরের বরখাস্তের জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকতা সম্মানজনক পেশা, আমরা চাই তারা ক্লাসে ফিরে গিয়ে তাদের সম্মানের ধারাকে অব্যহত রাখবেন। আমরা আশা করি- শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা থেকে বঞ্চিত না করে সম্মানিত শিক্ষকরা তাদের দায়িত্বে ফিরে যাবেন। প্রক্টর আব্দুল বাছেত নিজের ইচ্ছেমতো, খেয়াল-খুশিমতো শিক্ষক দিতে চাচ্ছেন। কিন্তু তা করতে না পেরে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তিনি মিথ্যা-বানোয়াট অভিযোগ করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত করছেন।

তারা বলেন, শিক্ষকরা নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ক্লাস বর্জন করছেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের অসৎ ও দুর্নীতির উদ্দেশ্যকে হাসিল করতে না পেরে মিথ্যা বানোয়াট কথা বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অস্থিতিশীল রেখে শিক্ষার্থীদের জীবন অন্ধকারে ঠেলে দিচ্ছেন।

বক্তারা আরো বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষাক্ষেত্র যখন দ্রুত অগ্রসরমান তখন এই ধারাকে বাধাগ্রস্থ করতে কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। দেশ যখন শান্তিপূর্ণ ও দ্রুত গতিতে মধ্যমআয়ের রাষ্ট্রে পরিণত হতে চলেছে, তখন এ ধরণের ষড়যন্ত্র সাজানোর পাঁয়তারা করা হচ্ছে। অতীতেও এ ধরণের কুচক্রী মহল সক্রিয় ছিল।

এ যাবতকালে সবচেয়ে দীর্ঘ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী স্বতঃর্স্ফূতভাবে অংশ নেন। মানববন্ধন থেকে প্রক্টর আব্দুল বাছেতকে অবিলম্বে বরখাস্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান হয়।

সিকৃবি অফিসার্স পরিষদের সাধারণ সম্পাদক গাজী মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক আনিসুর রহমান, লাইব্রেরিয়ান সুবীর কুমার পাল, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দফতরের পরিচালক মোঃ সারফুদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক সাজিদুল ইসলাম, চিফ মেডিকেল অফিসার ডা. অসীম রঞ্জন রায়, শারীরিক শিক্ষা বিভাগের প্রধান ও অফিসার্স পরিষদের সভাপতি ছানোয়ার হোসেন মিঞা, গণতান্ত্রিক অফিসার পরিষদের আহবায়ক ডা. খন্দকার মাজহারুল আনোয়ার, কর্মকর্তা আবুল হাসনাত, আফরাদুল ইসলাম, কর্মচারী সমিতির সভাপতি শাহ আলম সুরুক, সাধারণ সম্পাদক অরুণ লামা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com