সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৫
সুরমা মেইল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৬ সালের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ করব। এই পর্যন্ত ১০০টি ফায়ার স্টেশন নির্মাণ করেছি। ২৯৮টি ফায়ার স্টেশন নির্মাণ কার্যক্রম চলছে। ২৫১টি বাস্তবায়নের পথে। চারটি প্রকল্পের আওতায় আমরা এই ফায়ার স্টেশন নির্মাণ করছি। ২০১৬ সালের মধ্যে আমরা পদক্ষেপগুলো বাস্তবায়ন করব।’
বুধবার সকালে মিরপুর ১০ এ জাতীয় ফায়ার সার্ভিস সপ্তাহ-২০১৫ উপলক্ষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু নির্মাণ করলেই হবে না। এই জন্য বিভিন্ন যন্ত্রপাতি দরকার। এই জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। মোট ৫৫৯টি ফায়ার স্টেশন নির্মাণ করব। এই জন্য ৮৩৫৪ জন জনবল বৃদ্ধি করেছি, যা আগামীতে ১৫ হাজারে উন্নীত করব। আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের প্রক্রিয়া চলছে এবং এটি অব্যাহত থাকবে। যার ফলে এ ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে।’
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশ উল্লেখ করে তিনি বলেন, প্রতি নিয়ত যেহেতু নতুন নতুন অবকাঠামো গড়ে উঠছে, সেহেতু ভূমিকম্পের প্রকটতা আরো বাড়ছে। দুর্যোগ দুর্ঘটনা ঝুঁকি হ্রাস এবং উদ্ধার তৎপরতা জোরদার আমাদের প্রধান চ্যালেঞ্জ।’
তিনি আরো বলেন, ‘২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন আমরা দেখি এই সেবা খাতটি অত্যন্ত অবহেলিত অবস্থায় পড়ে আছে। তখন আমরা কতগুলো পদক্ষেপ নেই। ১৭টি নতুন ফায়ার স্টেশন স্থাপনসহ এটিকে ঢেলে সাজানোর চেষ্টা করি। ২০০৯ সালে আমরা সরকার গঠনের পর বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।
Design and developed by ওয়েব হোম বিডি