সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৬
সুরমা মেইল নিউজ : অটিজমসহ সব ধরনের প্রতিবন্ধী শিশুদেরও বেঁচে থাকার অধিকার আছে। তাদেরকে সকল সেক্টরে নিয়োগ দেওয়ার মাধ্যমে মেধা ও যোগ্যতা প্রকাশের সুযোগ দিতে হবে। শনিবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম বিশ্ব অটিজম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ট্রাস্ট ফান্ড গঠন করে তাদের জন্য স্থায়ীভাবে এমন কিছু করতে চাই, যাতে সরকার পরিবর্তন হলেও তা বন্ধ না হয়। সকলের সমন্বিত উদ্যোগ ও উপযোগী পরিবেশ অটিজম ব্যক্তিদেরকে সাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিবন্ধী শিশুদের জন্য সব থেকে কষ্ট করেন মা-বাবা। তারা যখন থাকবেন না তখন তাদের কী হবে? তাদের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে চাই। তাদেরকে কেউ যাতে অবহেলা না করে। প্রতিবন্ধীরা এখন ক্রিকেটসহ নানা খেলায় চ্যাম্পিয়ন হয়ে আসছে। গোল্ড বা রুপা নিয়ে আসছে। একসময় মানুষের কাছে তাদের হেয় হতে হতো। এখন সেই সুযোগ নেই। থাকা উচিত না। আমি প্রতিবন্ধীদের বানানো কার্ড দিয়ে ঈদের শুভেচ্ছা জানাই। এদের মধ্যে যে সুপ্ত মেধা আছে, তা বিকশিত করার সুযোগ করে দিচ্ছি।
Design and developed by ওয়েব হোম বিডি