সিলেট ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫
স্বাস্থ্য ডেস্ক :
সম্প্রতি ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে একটি চাঞ্চল্যকর গবেষণা প্রকাশ পেয়েছে। লন্ডনের ইউনিভার্সিটি কলেজের (ইউসিএল) বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এক তথ্য। গবেষণায় দেখা গেছে- প্রতিটি সিগারেটে কমে মানুষের জীবনের প্রায় ২০ মিনিট।
সোমবার দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে আসে গবেষণার এ তথ্য।
গেল বছরের ডিসেম্বরে পরিচালিত এই গবেষণা যুক্তরাজ্যের সরকারের নির্দেশে সম্পন্ন হয়। এর লক্ষ্য ছিল ধূমপানের কারণে জীবনের ক্ষতি কতটা গভীর এবং দ্রুত তা বোঝা। পাশাপাশি তাদের আরো একটি লক্ষ্য ছিল- মানুষ যেন ধূমপান ছাড়ার জন্য অনুপ্রাণীত হয়। গবেষণায় দেখা গেছে, নারীদের ক্ষেত্রে প্রতিটি সিগারেট গড়ে ২২ মিনিট এবং পুরুষদের ক্ষেত্রে ১৭ মিনিট জীবন থেকে কমিয়ে দেয়। এটি পূর্ববর্তী গবেষণার তুলনায় প্রায় দ্বিগুণ। এর আগে প্রতিটি সিগারেটে ১১ মিনিট কমানোর কথা বলা হয়েছিল।
গবেষকরা জানান, ধূমপানের ক্ষতি ধাপে ধাপে জমা হয়। যে যত তাড়াতাড়ি ধূমপান ছেড়ে দেয়, তার জীবনের দৈর্ঘ্য এবং গুণমান উভয়ই বাড়ে।
উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যদি ১ জানুয়ারি ধূমপান ছেড়ে দেন, তবে ৮ জানুয়ারি পর্যন্ত তিনি জীবনের একদিন বাঁচাতে পারবেন। ধূমপানমুক্ত থাকলে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জীবনের একটি সপ্তাহ এবং ৫ আগস্ট পর্যন্ত একটি মাস বাঁচাতে সক্ষম হবেন।
ধূমপানের ক্ষতিকর প্রভাব হ্রাস করতে যুক্তরাজ্য সরকার বেশ কিছু নতুন বিধি আরোপ করছে। এতে ধূমপানের জন্য নির্দিষ্ট খোলা স্থান যেমন শিশুদের খেলার মাঠ, স্কুল এবং হাসপাতালের বাইরের এলাকাগুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া, ই-সিগারেটের বিজ্ঞাপন, প্যাকেজিং এবং স্বাদের ওপরও নিয়ন্ত্রণ আনা হচ্ছে। ২০২৫ সালের জুন থেকে একবার ব্যবহারের ই-সিগারেট নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে। তদুপরি, সিগারেট কেনার আইনি বয়স বাড়িয়ে ২০০৯ সালের পরে জন্মগ্রহণকারী যে কারো জন্য ধূমপান নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্র-গুইন বলেন, ‘ধূমপান শুধু জীবনের দৈর্ঘ্য কমায় না, এটি জীবনের মানও চুরি করে। তবে ধূমপান ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর সুস্থ হতে শুরু করে। এক বছরের মধ্যে হৃদরোগের ঝুঁকি অর্ধেকে নেমে আসে, আর ১০ বছরে ফুসফুস ক্যানসারে মৃত্যুর ঝুঁকি ৫০ শতাংশ কমে যায়’।
গবেষক ড. সারা জ্যাকসন বলেন, ‘প্রতিটি সিগারেট ২০ মিনিট জীবন থেকে কমিয়ে দেয়। তাই ধূমপান ছাড়ার জন্য এটি সবচেয়ে উপযুক্ত সময়’।
ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে এবং জীবনের দৈর্ঘ্য ও মান নিশ্চিত করতে ধূমপান ছেড়ে দেওয়ার কোনো বিকল্প নেই। নতুন বছরে সুস্থ জীবনের জন্য আজই ধূমপান ছাড়ুন এবং নতুনভাবে জীবন শুরু করুন।
সুস্হ থাকুন, ভালো থাকুন। সঙ্গে পরিবার, দেশ ও বিশ্ববাসীকে সুস্হ থাকতে সহায়তা করুন।
(সুরমামেইল/এএইচএম)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি