প্রত্যেক যুদ্ধাপরাধীকে বিচারের মুখোমুখি হতে হবে: জয়

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৬

প্রত্যেক যুদ্ধাপরাধীকে বিচারের মুখোমুখি হতে হবে: জয়
images (3)

ফাইল ফটো

সুরমা মেইর নিউজ : কোটি ডলারের লবিস্ট নিয়োগ করেও যুদ্ধাপরাধীরা বিচারের হাত থেকে রক্ষা পাবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, ষড়যন্ত্র যতই হোক, প্রত্যেক যুদ্ধাপরাধীকে বিচারের মুখোমুখি হতে হবে। কোটি কোটি ডলার খরচ করে বিশ্বব্যাপী যতই লবিস্ট নিয়োগ করুক না কেন, বিচারের হাত থেকে কেউই রক্ষা পাবেন না। জার্মানির হ্যানোভারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় ‘সিভিট’ সম্মেলনে যোগ দিতে জামানিতে যান সজীব ওয়াজেদ জয়। সম্মেলনে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে প্রযুক্তিবিদ হিসেবে আমন্ত্রিত হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও প্রবাসীরা তাকে সংবর্ধনা দেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com