প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক :
গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল ম্যাচ। কিন্তু শেষ মুহূর্তের রোমাঞ্চে বদলে গেল সবকিছু। ১২ মিনিটের ব্যবধানে দেখা মিলল চার গোলের। দুবার পিছিয়ে গিয়েও বাহরাইন ঘুরে দাঁড়াল দারুণভাবে। আর বাংলাদেশকে এনে দিল প্রথমবারের মতো স্বপ্নের এশিয়ান কাপের টিকিট।

 

বাহরাইন জিতলে কিংবা ড্র করলে আজই নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের এশিয়ান কাপে খেলা। বাংলাদেশের কাছে ৭ গোল হজম করার পর এবার র‍্যাঙ্কিংয়ে ১৪১ নম্বর দল তুর্কমেনিস্তানের কাছেও হারের লজ্জা পেতে বসছিল বাহরাইন। ইয়াঙ্গুনের থুউনা স্টেডিয়ামে ম্যাচটি ড্র হয় ২-২ ব্যবধানে।

 

৮৪ মিনিটে এগিয়ে যায় তুর্কমেনিস্তান। ৮৭ মিনিটে সমতা ফেরায় বাহরাইন। কিন্তু পরের মিনিটে ফের এগিয়ে গিয়ে শঙ্কা জাগান তুর্কমেনিস্তানের মেয়েরা। নাটকের এখানেই শেষ নয়। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বাহরাইন আবারও সমতায় ফেরে স্বস্তি দেয় বাংলাদেশকে।

 

নারী এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে শীর্ষে। শেষ ম্যাচে ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে হারলেও বাংলাদেশের কোনো সমস্যা নেই। অপর ম্যাচে বাহরাইনকে মিয়ানমার হারিয়ে ফেললেও হেড টু হেডের লড়াইয়ে পিছিয়ে থাকবে তারা। কারণ, স্বাগতিকদের যে আজ ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com