প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬

প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি
News Pic

ছবি : সংগৃহীত

সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি)।  মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠন দুটির নেতারা।

নেতারা বলেন- পার্বত্য শান্তিচুক্তি সম্পন্ন করা, সীমান্তে ছিটমহল সংকট সমাধান, বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভূমিকা, নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষায় অবদান রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত। জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের নেতৃত্বে মানববন্ধনে ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান আবদুল্লাহ জিয়াসহ নেতাকর্মীরা বক্তব্য দেন।বক্তারা সরকারের বহুমুখী সফলতার প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কারে ভূষিত করতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক নেতাদের প্রতি জোরালো দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com