সিলেট ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৬

সুরমা মেইল নিউজ : সিলেট সদর উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীদের হাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত প্রত্যায়নপত্র হস্তান্তর করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজের ফাজিলচিশতস্থ বাসায় মনোনিত ৮ ইউনিয়নের প্রার্থীদের হাতে এ পত্র তুলে দেওয়া হয়। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তৃণমূল নেতাকর্মীদের সাথে আলোচনার মাধ্যমে সিলেট সদর উপজেলার ৮ ইউনিয়নের প্রার্থীদের নাম কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। এসব ইউনিয়নে সবকটিতেই একক প্রার্থী নির্বাচন করা হয়। মনোনয়ন প্রাপ্তরা হলেন, ১নং জালালাবাদ ইউনিয়নে আশ্রাব আলী, ২নং হাটখোলা ইউনিয়নে খুর্শিদ আহমদ, ৩নং খাদিমনগর ইউনিয়নে মোঃ তারা মিয়া, ৪নং খাদিমপাড়া ইউনিয়নে মোঃ নজরুল ইসলাম বিলাল, ৫নং টুলটিকর ইউনিয়নে মোঃ আব্দুল মোছাব্বির, ৬নং টুকেরবাজার ইউনিয়নে মোঃ আলতাফ হোসেন, ৭নং মোগলগাঁও ইউনিয়নে মোঃ হিরণ মিয়া, ৮নং কান্দিগাঁও মো. নিজাম উদ্দিন ও মনোনয়ন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এড. নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক এড. শামসুল ইসলাম, জেলার প্রচার সম্পাদক এড. মাহদুজ, উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, আওয়ামীলীগ নেতা এড. নুরে আলা সিরাহি, কবির আহমদ, আব্দুস শহীদ, আজমল আলী, ইসমাইল আলী প্রমুখ। উল্লেখ্য, ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। প্রার্থী চূড়ান্ত করার ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষর করা প্রত্যায়নপত্র আজ তাদের হাতে তুলে দেওয়া হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি