প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৬

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

Sheik-Hasina20150202160624

সুরমা মেইল নিউজ : মোঙ্গলিয়ায় তিন দিনের সরকারি সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবার বিদেশ সফর শেষে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। সেই ধারাবাহিকতায় রবিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে মোঙ্গলিয়া সফর নিয়ে আলোচনা করা হবে।
উল্লেখ্য, গত ১৪ জুলাই বৃহস্পতিবার মঙ্গোলিয়ার উলানবাটর -এ অনুষ্ঠিতব্য এশিয়া ইউরোপ মিটিং (আসেম) এর ১১তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার মঙ্গোলিয়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনদিনের সফর শেষে শনিবার রাতে দেশে ফেরেন তিনি।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com