প্রধানমন্ত্রী রাজনৈতিক দৈন্যদশায় ভোগছেন: দুদু

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৬

প্রধানমন্ত্রী রাজনৈতিক দৈন্যদশায় ভোগছেন: দুদু

dudu-1416033059সুরমা মেইল নিউজ : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী রাজনৈতিক দৈন্যদশায় ভোগার কারণে বিরোধী মত-আদর্শ সহ্য করতে পারছেন না। তাদের গ্রেপ্তারে মরিয়া হয়ে উঠেছেন তিনি। সর্বশেষ গ্রেপ্তার করেছে একজন বিনয়ী সাংবাদিক শফিক রেহমানকে। বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন তিনি।

মঙ্গলবার দুপরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার সমিতি আয়োজিত সাংবাদিক শফিক রেহমান, শওকত মাহমুদ, মাহমুদুর রহমানসহ আটকদের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দুদু প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন- অবিলম্বে সাংবাদিক নেতাসহ আটক নেতা-কর্মীদের মুক্তির ব্যবস্থা করুন, অন্যথায় কখন আন্দোলনের আগুন জ্বলে উঠবে আপনি (শেখ হাসিনা) নিজেও বুঝতে পারবেন না।

ইউপি নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন- যে আশা-উদ্দীপনা নিয়ে আমরা এই নির্বাচনে অংশ নিয়েছিলাম, সরকার সেই আশা ধূলিসাৎ করে দিয়ে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে থাকতে পারব কি-না তা নিয়ে সন্দিহান।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com