সুরমা মেইলঃ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির দফতর বিভাগের একটি প্রতিনিধি দল চেয়ারপারসনের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ ঈদ কার্ড পৌঁছে দেন। খবর বাসসের
বিএনপির সহ-দপ্তর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বিকেলে টেলিফোনে একথা জানান।
এ সময় বিএনপি প্রতিনিধি দলে ছিলেন সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন ও কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সেকান্দার আলীর কাছে ঈদ কার্ড তুলে দেন আব্দুল লতিফ জনি।
এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আওয়ামী লীগের পক্ষে সহ-সম্পাদক মো. সিকান্দার আলীর নেতৃত্বে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।