আসছেন প্রধানমন্ত্রী প্রস্তুত সিলেট

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৬

আসছেন প্রধানমন্ত্রী প্রস্তুত সিলেট

 

Dutta

সুরমা মেইল নিউজ : সিলেটের ঐতিহ্যসিক আলীয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন সিলেটের আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বৃহস্প্রতিবর দুপুর সোয়া ১২টায় তারা মাঠ পরিদর্শন করেন। জানা যায়, আগামী ২১ জানুয়ারি বেলা আড়াইটার দিকে সিলেটের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্থরস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আলীয়া মাদ্রাসায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগদান করবেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি, সিটি করর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আলী দুলাল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, মহানগর আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, এডভোকেট নাসির উদ্দিন খান, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com