প্রধানমন্ত্রী সিলেট আসছেন ৩ অক্টোবর

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৫

প্রধানমন্ত্রী সিলেট আসছেন ৩ অক্টোবর

gfdgf

সুরমা মেইলঃ যুক্তরাষ্ট্র সফর শেষে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩ অক্টোবর সিলেট আসছেন। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে তিনি যাত্রা বিরতিকালে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীকে বহণকারী বিমানটি বেলা ১২টার দিকে সিলেটের ওসমানি বিমানবন্দরে পৌঁছাবে বলে জানা যায়।

একটি সূত্রে জানা গেছে, ঐদিন তিনি সিলেট সার্কিট হাউসেও অবস্থান করতে পারেন।

এদিকে প্রধানমন্ত্রীর সিলেট আগমণকে ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউনেপ) সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনাও দেওয়া হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইউনেপ নির্বাহী পরিচালক আচিম স্টেইনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com