প্রভাবশালী রাজাকার ছিলেন মোশাররফ করিম

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৫

প্রভাবশালী রাজাকার ছিলেন মোশাররফ করিম

 

Mussa

সুরমা মেইল. বিনোদন ডেস্ক :  মুক্তিযুদ্ধ চলাকালে মোশাররফ করিম ছিলেন এলাকার প্রভাবশালী রাজাকার। তার সহায়তায় বেছে বেছে বুদ্ধিজীবী ও মুক্তচিন্তার মানুষদের নির্যাতন ও হত্যা করেছে পাকিস্তানি সেনারা।

সুন্দরী তিশাকে আটক করে মোশাররফ বাঈজী বানিয়েছিলেন। নিজের ও পাকিস্তানিদের মনোরঞ্জন করিয়েছেন।

কিন্তু যুদ্ধোত্তর বাংলাদেশে মোশাররফ এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অর্থ, সম্পদ আর প্রভাব-প্রতিপত্তি কোনো কিছুই অভাব নেই তার। অন্যদিকে সেই যুদ্ধে সম্ভ্রম হারিয়ে, বীরাঙ্গনা হিসেবে কোনো রকমে বেঁচে আছেন তিশা।

এমনই এক গল্প নিয়ে আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন ‘আঁধারের ঋণ’ শিরোনামে শহীদ বুদ্ধিজীবী দিবসের বিশেষ নাটক। নাটকটি রচনা করেছেন তাবারুখ হোসেন ভুঁইয়া এবং চিত্রনাট্য লিখেছেন মাসুম শাহরিয়ার।

সারদা পুলিশ একাডেমি ও পুঠিয়া রাজবাড়িতে দৃশ্যধারণ করা হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক ওই নাটকটির। মোশাররফ-তিশা ছাড়াও এখানে অভিনয় করছেন আহমেদ রুবেল, রামিজ রাজুসহ আরো অনেকেই।

‘আঁধারের ঋণ’ নাটকটি ১৬ ডিসেম্বর আরটিভিতে রাত ৮ টায় প্রচার হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com