প্রভাষক জুয়েল হত্যা মামলার ৩ আসামীর ৭ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

প্রভাষক জুয়েল হত্যা মামলার ৩ আসামীর ৭ বছরের কারাদণ্ড

নিহত আবু তৌহিদ জুয়েল। ফাইল ছবি


নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু তৌহিদ জুয়েলকে (৪০) নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৩ আসামীকে ৭ বছরের জেল ও ৬ জনকে খালাস দিয়েছেন আদালত।

 

প্রভাষক জুয়েল সুনাসগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মামুদপুর (কাকিয়াম) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

 

সোমবার (২৭ জানুয়ারি) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

 

মামলার বাদী সরকারি মদন মোহন কলেজ সিলেটের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েব এর পক্ষে আইনজীবী ছিলেন সরকারি পিপি মোঃ আবুল হোসেন, এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সিলেট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক পিপি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।

 

হত্যা মামলা রায়ে বিপ্লব মিয়া, আব্দুর রাজ্জাক, হেলিমকে ৭ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস সাজা। খালাসপ্রাপ্ত ৬ আসামীর মধ্যে ২ জন মারা গেছে। মোট ১১ জন আসামী ছিলো।

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ ডিসেম্বর ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মামুদপুর (কাকিয়াম) গ্রামের নিজ বাড়ী সিমানা নিয়ে নিহত প্রভাষক আবু তৌহিদ জুয়েলের সাথে পার্শ্ববর্তী আব্দুল খালেক ও আব্দুর রাজ্জাকের সাথে কথা কাটাকাটি নিয়ে এক পর্যায়ে আব্দুল খালেক, গাজী শামসুদ্দিন ও আব্দুর রাজ্জাক দেশী অস্ত্রে সজ্জিত হয়ে দল বল নিয়ে জুয়েলের উপর ঝাপিয়ে পড়ে। তাদের হামলায় জুয়েল ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন।

 

এ সময় স্থানীয়রা আবু তৌহিদ জুয়েলকে ধর্মপাশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

 

নিহত প্রভাষক আবু তৌহিদ জুয়েলের এর বড় ভাই সরকারি মদন মোহন কলেজ হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েব বাদী হয়ে ওইদিনই ধর্মপাশা থানায় ১১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

দীর্ঘ ৭ বছর পর সোমবার (২৭ জানুয়ারি) রায় ঘোষণা করা হয়। রায়ে ১১ জন আসামীর মধ্যে ৩ জনকে ৭ বছরের জেল দেয়া হয়েছে।

 

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই মদন মোহন কলেজ হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েব।

 

এই রায়ে তিনি ও তাঁর পরিবার সন্তুষ্ট নয় নয়ে জানিয়েছেন। তিনি ন্যায় বিচার পাওয়ার আশায় উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানিয়েছেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com