প্রশাসনের সকল স্তরে ফ্যাসিবাদ বসে আছে: সুনামগঞ্জে ডা. জাহিদ

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, জুন ২, ২০২৫

প্রশাসনের সকল স্তরে ফ্যাসিবাদ বসে আছে: সুনামগঞ্জে ডা. জাহিদ

সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রশাসনের সকল স্তরে ফ্যাসিবাদ বসে আছে। এদের সরাতে হবে। নতুবা দেশে সুশাসন প্রতিষ্ঠা পাবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

তিনি বলেন, রাষ্ট্রের সর্বস্তরে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রকৃত অর্থে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।

 

সোমবার (২ জুন) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিএনপি জনগণের দল, জনগণের কষ্টে পাশে থাকে উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, জনগণের মতপ্রকাশের অধিকারকেও দমন করছে। ফ্যাসিস্ট সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে পালিয়ে গেছে। এক স্বৈরাচার পালিয়েছে আরেক কর্তৃত্ববাদী সরকার যেন না আসে সেদিকেও খেয়াল রাখতে হবে।

 

সুনামগঞ্জ জেলা শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত বর্ধিত সভায় জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন সভাপতিত্ব করেন।

 

জুলাই আগস্টে ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার দাবি করে তিনি বলেন, ইউনূস সরকারের দিকে বুকভরা আশা নিয়ে মানুষ তাকিয়ে আছে। দ্রুততার সাথে যেন হত্যা, গুমের বিচার হয়।

 

তিনি আরও বলেন, গত ১৭ বছর মানুষের অধিকার নিয়ে লড়াই করেছি। অর্থনৈতিক মুক্তি ও গণতন্ত্র উদ্ধারে লড়াই করেছি। এ লড়াইয়ে বিএনপির অনেক নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। জুলাই আগস্টে হাজার হাজার লোক শহীদ হয়েছে, আহত হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা খুন করে পালিয়ে গেছে। বিএনপি পালায়না। বিএনপি জনগণের দল। জনগণের কষ্টে পাশে থাকে। খুনিদের বিচারের আওতায় আনতে হবে। বিচার শুরু হয়েছে। শুধু তাদের বিচার করলে হবে না, আওয়ামী সরকার বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছিল। গুম খুনের রাজত্ব কায়েম করেছিল। ৬৪ জন সাংবাদিককে শহীদ করেছিল এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার। সব গুম খুনের বিচার করতে হবে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com