প্রশ্ন ফাঁসের ঘটনা সম্পূর্ণ নিয়ন্ত্রণে : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

সুরমা মেইল ডেস্ক :: বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার দুপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস আমাদের উদ্বেগের বিষয় ছিল। যদিও বিষয়টি রটানো হতো বেশি। তবে আমরা প্রশ্ন ফাঁসের ঘটনা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছি।’ এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবার ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসিতে অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জন। ৯ হাজার ৪৫০টি প্রতিষ্ঠান থেকে সব শিক্ষার্থী পাস করেছে। গতবারের চেয়ে এবার ৮৬৭টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, শুধু আট বোর্ডের অধীন জেএসসি পরীক্ষায় পাসের হার ৯২.৮৯ শতাংশ। এই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫৯ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৯৩ হাজার ৬১৯ জন। এর মধ্যে পাস করেছে ১৮ লাখ ৫১ হাজার ৪৯৬ জন।

এবার জেএসসি পরীক্ষায় বিদেশের আটটি কেন্দ্রে ৬২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৫২ শতাংশ। মন্ত্রী জানান, এবার জেএসসি ও জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে মোট ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com