প্রস্তুতি ম্যাচের অধিনায়ক মাশরাফি, আছেন মুশফিকও!

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৫

প্রস্তুতি ম্যাচের অধিনায়ক মাশরাফি, আছেন মুশফিকও!
masrafi
সুরমা মেইলঃ ৭ নভেম্বর শুরু হচ্ছে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ। তার আগে বৃহস্পতিবার ফতুল্লায় সফররত জিম্বাবুয়ে খেলবে একটা প্রস্তুতি ম্যাচ, বিসিবি একাদশের বিপক্ষে।ঐ ম্যাচের অধিনায়ক কে জানেন, মাশরাফি বিন মোর্তুজা।এখানেই শেষ নয়,১৩ সদস্যের ঐ দলে রাখা হয়েছে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকেও।

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকে ক্রিকেটের বাইরে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। মূল সিরিজ শুরুর আগে মাশরাফিকে ঝালিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়াই নির্বাচকদের উদ্দেশ্য।

জাতীয় ক্রিকেট লিগে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন ওপেনিং ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দলে রাখা হয়েছে তাকেও।

বিসিবি একাদশ স্কোয়াড: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, শাহরিয়ার নাফিস আহমেদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি মারুফ, জুবায়ের হোসেন লিখন, সাঞ্জামুল ইসলাম, দেলোয়ার হোসেন, শফিউল ইসলাম, তৌহিদুল ইসলাম রাসেল।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com