সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৫
সুরমা মেইলঃ বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবি ‘প্রহরী’ নির্মাণের পরিকল্পনা চলছে। এতে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী অভিনয় করছেন বলে শোনা গেছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয় বলেই জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। শুধু তাই নয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়া সংবাদটি ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। এ প্রসঙ্গে আব্দুল আজিজ মানবজমিনকে বলেন, প্রহরী ছবিতে কোন নায়িকা অভিনয় করবেন সে ব্যাপারে এখনও কিছ্ইু চূড়ান্ত হয়নি। আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। এর মধ্যে কয়েকজন নায়িকার নাম ঠিক করেছি। কিন্তু তার আগেই কিছু গণমাধ্যম ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে ফেলেছে। শুভশ্রী অভিনয় করার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে ‘প্রহরী’ ছবিটি নির্মাণ করবেন সৈকত নাসির। নায়ক হিসেবে এতে থাকছেন আরেফিন শুভ।
Design and developed by ওয়েব হোম বিডি