প্রাথমিকে সিলেটে পাসের হার ৯৭.৭৭, ইবতেদায়ীতে ৯৪.৩৬

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

সুরমা মেইল ডটকম :: প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) ফলাফল বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হয়েছে। ফলাফলে সিলেট জেলায় পাশের হার ৯৭.৭৭। জেলায় মোট ৭৬ হাজার ৪৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করে ৭৪ হাজার ৭৮৫ জন। জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৩৫৫ জন পরীক্ষার্থী।

অন্যদিকে,  ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় সিলেট জেলায় পাসের হার ৯৪.৩৬। এই পরীক্ষায় ৬হাজার ৫২১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ১৫৩জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪৯ জন।

জেলার ১২ উপজেলার মধ্যে প্রাথমিক সমাপনীতে ৯৯.৬৩  পাসের হারের নিয়ে প্রথম অবস্থানে রয়েছে গোলাপগঞ্জ উপজেলা।  আর  ৯৪. ১৯ পাসের হার নিয়ে সবচেয়ে পিছিয়ে গোয়াইনঘাট উপজেলা।

একইভাবে ইবতেদায়ীতে  শতভাগ পাসের হার নিয়ে সেরা হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা এবং ৮১.৯৯ শতাংশ পাসের হার নিয়ে জেলার সবশেষে রয়েছে বালাগঞ্জ উপজেলা।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com