প্রিভিউ দেখে প্রযোজকের আত্মহত্যা!

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬

প্রিভিউ দেখে প্রযোজকের আত্মহত্যা!
অজয় কৃষ্ণান

অজয় কৃষ্ণান

বিনোদন ডেস্ক : নিজের ছবির প্রিভিউ দেখে আত্মহত্যা করেছেন অজয় কৃষ্ণান নামে এক প্রযোজক। গত ২৩ এপ্রিল কেরালার কোল্লামে থিরুমুল্লাভরমে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। প্রযোজক হিসেবে নিজের প্রথম ছবি ‘আভারুডি রাভুকাল’এর সফলতা নিয়ে শঙ্কায় ছিলেন অজয়।

এরপর ছবিটির প্রিভিউ দেখার কিছুক্ষণ পর আত্মহত্যার সিদ্ধান্ত নেন অজয় কৃষ্ণান। এ সময় তার বাবা রাধাকৃষ্ণান পিল্লাই ও মা জয়কুমারি বাড়িতেই ছিলেন। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস খবরে বলা হয়, ছবিটি তৈরি করতে খরচ হয়েছে ৪ কোটি রুপি। এরপরও ছবিটির সাফল্য নিয়ে শংঙ্কায় ছিলেন অজয়। এমনকি মা-বাবার সঙ্গেও এ নিয়ে আলোচনা করেছিলেন তিনি। এ কারণেই হয়তো আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

অজয় কৃষ্ণান প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন আসিফ আলি, উনি মুকুন্দান, আজু ভারগেস, বিনয় ফোর্ট, হানি রোজ এবং লিনা। এটি যৌথভাবে পরিচালনা করেন শানিল মুহাম্মদ ও ফিলিপস ও মাঙ্কি পেন।

প্রযোজনার আগে টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্রে কম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অজয় কৃষ্ণান। এ তালিকায় ছিলো পৃথ্বিরাজ অভিনীত ‘মেমোরিস’। প্রযোজক অজয় কৃষ্ণানের আত্মহত্যার ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com