প্রিমিয়ার লিগের গোল্ডেন গ্লাভস রায়ার

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, মে ৪, ২০২৪

প্রিমিয়ার লিগের গোল্ডেন গ্লাভস রায়ার

খেলাধুলা ডেস্ক :
এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড শুক্রবার লুটনের বিপক্ষে ম্যাচে গোল হজম করেছেন। যে কারণে প্রিমিয়ার লিগে এবারের মৌসুমের গোল্ডেন গ্লাভস পুরস্কার জয় করেছেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া।

 

এবারের মৌসুমে ২৯ লিগ ম্যাচে রায়া ১৪ ম্যাচে কোন গোল হজম করেনি। গত গ্রীষ্মে ব্রেন্টফোর্ড থেকে ধারে আর্সেনালে যোগ দিয়েছিলেন তিনি। শুক্রবারের ম্যাচের আগে একমাত্র গোলরক্ষক হিসেবে পিকফোর্ডের সামনে রায়াকে ছাড়িয়ে যাবার সুযোগ ছিল।

 

কিন্তু ৩১ মিনিটে এলিজাহ আদেবায়োর গোলে লুটন ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। যে কারণে ব্যক্তিগত এই পুরস্কার জয়ের সুযোগ হাতছাড়া হয় পিকফোর্ডের। রায়ার থেকে এখনো দুই ম্যাচ পিছিয়ে রয়েছেন এভারটন ও ইংল্যান্ডের এই গোলরক্ষক।

 

লিগে বাকি আছে আর মাত্র দুই ম্যাচ। সর্বোচ্চ রায়ার সমান হয়তো শেষ পর্যন্ত করতে পারেন পিকফোর্ড। এদিকে গত আগস্টে ধারে যখন ব্রেন্টফোর্ড থেকে রায়া আর্সেনালে আসেন তখন অনেকেই তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

 

সে সময় দলে ছিলেন পরীক্ষিত গোলরক্ষক অ্যারন রামসডেল। আগের মৌসুমে আর্সেনালের সবকটি অর্থাৎ ৩৮টি ম্যাচই খেলেছেন তিনি। যেখানে ১৪ ম্যাচে কোন গোল হজম করেননি।

 

রায়ার সঙ্গে চুক্তি সম্পন্ন হবার পর বিসিবি স্পোর্টস রিডার্সদের এক ভোটে দেখা গেছে, ৬৩ শতাংশ সমর্থক বলেছেন রায়ার পরিবর্তে রামসডেলকেই প্রথম গোলরক্ষক হিসেবে আর্সেনালের বেছে নেয়া উচিৎ।

 

যদিও রায়াই শেষ পর্যন্ত সেই জায়গা দখল করেন। মৌসুমের শুরুতে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি। ডিসেম্বরে অপেক্ষাকৃত খর্বশক্তির লুটনের সঙ্গে কোনমতে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

 

ঐ ম্যাচে রায়ার দুই ভুলে দুই গোল হজম করতে হয়েছিল। কিন্তু মার্চে পোর্তোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে পেনাল্টিতে দুটি শট রুখে দিয়ে আর্সেনালকে শেষ আটের টিকেট উপহার দিয়েছিলেন রায়া।

 

সেপ্টেম্বরে আর্সেনালের হয়ে রায়া দুটি লিগ ম্যাচ খেলতে পারেননি। ব্রেন্টফোর্ডের সঙ্গে কিছু ঝামেলার কারনে রায়া ঐ ম্যাচ মিস করেন। ঐ সময় রামসডেল দুটি ম্যাচেই গোলবার সামলানোর দায়িত্ব পান। প্রথম ম্যাচটিতে ১-০ ও দ্বিতীয়টিতে ২-১ গোলে জয়ী হয় আর্সেনাল।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com