বিনোদন ডেস্ক :: মার্কিন টিভি শো ‘কোয়ান্টিকো’-তে প্রিয়ঙ্কা চোপড়া এবং জেক ম্যাকলফলিন-এর ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল হয়ে গেল ইন্টারনেটে। ‘কোয়ান্টিকো’-এর একটি দৃশ্যে প্রিয়ঙ্কা।
মার্কিন টিভি শো ‘কোয়ান্টিকো’-র প্রথম সিজনের মতোই দ্বিতীয় সিজনেও অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে কিছু সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে। আর সেই দৃশ্য-সম্বলিত একটি ভিডিও সম্প্রতি ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা গিয়েছে প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর প্রেমিক রায়ান বুথ তথা জেক ম্যাকলফলিন-কে। গোটা ভিডিওতেই তুমুল অন্তরঙ্গ দৃশ্যে দেখা গিয়েছে প্রিয়ঙ্কাকে।
হলিউডে বেশ নিজের জায়গাটি বেশ ভালই পোক্ত করে নিয়েছেন প্রিয়ঙ্কা। হলিউডে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছেন তিনি। তবে ‘কোয়ান্টিকো’-র প্রথম সিজনের সঙ্গে দ্বিতীয় সিজনের থিমটি অনেকটাই একরকম। তবুও কিছুটা নিজস্বতা রাখার চেষ্টা করে চলেছন প্রিয়ঙ্কা। তবে আপাতত এই ভিডিও তাঁর ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি করেছেন।