সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৬
বিনোদন ডেস্ক : সময়টাই এখন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। আন্তর্জাতিক তারকা হিসেবে আবার তার খ্যাতির প্রমাণ পাওয়া যাচ্ছে। এবার টরন্টো ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।
উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় সাত বিচারকের একজন হিসেবে থাকবেন প্রিয়াঙ্কা। অন্য বিচারকরা হলেন হলিউড অভিনেতা জেমস ফ্রাঙ্কো, চিত্রগ্রাহক বেন রিচার্ডসন, চলচ্চিত্র পরিচালক আভা ডুভারনে, কানাডিয়ান লেখক-পরিচালক জাভিয়ে দোলান, মিউজিক ভিডিও নির্মাতা ও আলোকচিত্রী নাবিল এল্ডারকিন ও অ্যানিমেশন শিল্পী র্যাচেল রাইলি।
নতুন যুক্ত হওয়া এই শাখায় বিশ্বের বিভিন্ন প্রান্তের ৬২টি ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।
আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দশ দিনের এ উৎসবে প্রতিদিন সেরা ছবি বাছাইয়ের পাশাপাশি বিচারকরা তাদের দৃষ্টিতে চয়েস অ্যাওয়ার্ড ও ফ্যান ফেভারিট অ্যাওয়ার্ড বিভাগের বিজয়ী নির্বাচন করবেন।
বলিউড জয়ের পর পপ গায়িকা হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন প্রিয়াঙ্কা। এরপর এবিসি নেটওয়ার্কের টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র মাধ্যমে পশ্চিমে অভিনয় করেন তিনি।
হলিউডে তার অভিষেক হচ্ছে ‘বেওয়াচ’ ছবির মাধ্যমে। এতে তার সহশিল্পী অ্যাকশন তারকা ডোয়াইন জনসন।
Design and developed by ওয়েব হোম বিডি