সিলেট ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬
স্পোর্টস ডেস্ক :: প্রীতি ম্যাচে খেলতে যেয়ে ক্লাব আল আহলি’র বিপক্ষে ৩-৫ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে গোল পেয়েছেন ‘এমএসএন’ ত্রয়ীর সকলে। লুইস এনরিকের শিষ্যদের জয়ে অন্য গোল দুটি ফ্রান্সিস্কো আলকেসার ও রাফিনহার।
কাতারের দোহায় থানি বিন জসিম স্টেডিয়ামে বার্সেলোনা ম্যাচের বয়স ১৭ মিনিট হতেই তিনবার প্রতিপক্ষের জাল খুঁজে নেয়। ম্যাচের ৮ মিনিটে লুইস সুয়ারেজের গোলে শুরু।পরে ম্যাচের ১০ম মিনিটে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। আর ১৭ মিনিটে মিডফিল্ডার রাফিনহার বাড়ানো বলে জাল খুঁজে নেন নেইমার।
এরপর ৩২ মিনিটের সময় নেইমার ও সুয়ারেজকে বেঞ্চে ডেকে নেন এনরিকে। বদলি হিসেবে নামান আরদা তুরান ও আলকেসারকে। এর মিনিটখানেক পরই ডেনিস সুয়ারেজকে নামিয়ে মেসিকে তুলে নেন কাতালান বস। আক্রমণের ধার তাতে কিছুটা কমলেও একই ব্যবধান ধরে রেখেই বিরতিতে যায় বার্সা।
মধ্যবিরতির পর ফিরে ৫১ মিনিটে বার্সার বি-দলের গোলরক্ষক জর্ডি মাসিপ আহলি’র মিডফিল্ডার আলি আওয়াজিকে ফাউল করলে পাওয়া পেনাল্টি থেকে একটি গোল ফিরিয়ে দেন ওমর আব্দুলরাহমান।
সেটিই যেনো আরো তাতিয়ে দেয় বার্সাকে। যার ফল, ম্যাচের ৫৫ ও ৫৮তম মিনিটে যথাক্রমে আলকেসার ও রাফিনহা দুটি গোল করে ব্যবধান ৫-১ এ নিয়ে যান। পরে অবশ্য ৬০ ও ৬৫তম মিনিটে মোহান্নাদ আসিরি দুবার বার্সার জাল খুঁজে নিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান।
সেখান থেকে আর কোনো দলই শেষ অবধি আবারো প্রতিপক্ষের জাল খুঁজে না পেলে একই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে আহলি-বার্সা।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি