সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৫
সুরমা মেইলঃ খবরটা অনেক আগে একবার শোনা গিয়েছিল। সেটা গুঞ্জনেই ভেসেছে। তবে এবার সত্যি সত্যি হতে যাচ্ছে। বলিউড বাদর্শ শাহরুখ খান এবার নতুন নায়িকা হিসেবে বেছে নিয়েছেন ভাট তনয়া আলিয়াকে। ছবির নাম এখনো ঠিক হয়নি। নির্মাতা গৌরি শিন্ডে এটি পরিচালনা করছেন। চিত্রনাট্যটাও তিনি নিজেই সাজিয়েছেন। তবে কোনও গড়পরতা প্রেমের গল্প নয়। ছবিতে শাহরুখ-আলিয়ার নতুন কেমিস্ট্রি দেখবেন দর্শকরা। এসব কথা এখন থেকেই সবাইকে জানন দিচ্ছেন গৌরি। এক সাক্ষাৎকারে গৌরি বলেন, অপেক্ষা করুন। ছবিটা দেখলেই বুঝবেন সব সম্পর্কের অন্য সমীকরণ হয়। গল্পটা লেখার পর কাস্টিং নিয়ে খুব চিন্তায় ছিলাম আমি। তবে খুব ভাগ্যবান যে, শাহরুখ আর আলিয়াকে পেয়েছি। তাদের রসায়ন দেখতেই এ বার অপেক্ষা দর্শকদের। ক্যারিয়ারে প্রায় সব বয়সী নায়িকার সঙ্গেই কাজ করেছেন বলিউড বাদশা। আবার মাত্র ২২ বছরেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন মহেশ-কন্যা। সবমিলিয়ে এবার বলিউডে নতুন আরেকটি অধ্যায় রচনা হতে যাচ্ছে বলেই মনে করছেন সবাই।
Design and developed by ওয়েব হোম বিডি