‘প্রেম রতন ধন পায়ো’-র টিকিট না পেয়ে আত্মহত্যা !

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৫

‘প্রেম রতন ধন পায়ো’-র টিকিট না পেয়ে আত্মহত্যা !
salman
সুরমা মেইলঃ সদ্য সালমান খানের রিলিজ করা ছবি ‘প্রেম রতন ধন পায়ো’-র টিকিট নিয়ে বচসায় আত্মহত্যা করলেন এক ব্যক্তি। ঘটনার জেরে ভারতের ইনদওরের বজরং নগরের ওই সিনেমা হলটিতে শুক্রবার সন্ধ্যায় রীতিমতো তাণ্ডব চালানো হয়। চলে ইটবৃষ্টি। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে।
পুলিশ জানায়, সালমান-প্রেমী আত্মঘাতী ওই ব্যক্তির নাম ধর্মেন্দ্র কুশওয়া। বৃহস্পতিবার ইনদওরের অনুপ টকিজ সিনেমা হলে টিকিট কাটতে গিয়েছিলেন ধর্মেন্দ্র। টিকিট না-পেয়ে হতাশ ধর্মেন্দ্র সিনেমা হলের ম্যানেজারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বচসা থেকে ধস্তাধস্তি। শেষে নিরাশ হয়েই তাঁকে ফিরতে হয়।
ধর্মেন্দ্রর ভাই রাকেশ কুশওয়া পুলিশের কাছে অভিযোগে জানান, ওই ঘটনার পর অনুপ টকিজের ম্যানেজার লোকজন নিয়ে তাঁদের বাড়িতে চড়াও হয়। বেধড়ক মারে ধর্মেন্দ্রকে। তার পরেই ধর্মেন্দ্র গলায় মায়ের শাড়ি জড়িয়ে সিলিং থেকে ঝুলে পড়ে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার সন্ধ্যায় ধর্মেন্দ্রের দেহ নিয়ে শেষকৃত্যে যাওয়ার সময় লোকজন উত্তেজিত হয়ে ওই সিনেমা হল লক্ষ করে ইটপাটকেল ছুড়তে থাকেন। ফলে, নতুন করে উত্তেজনা তৈরি হয়। শেষমেশ পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
হিরা নগর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হল ম্যানেজার ছাড়াও বেশ কয়েকজনের নামে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি যাঁরা সিনেমা হলে তাণ্ডব চালায়, তাঁদের নামেও আলাদা মামলা রুজু হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com