সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৬
লাইফস্টাইল ডেস্ক : ভুঁড়িওয়ালা ছেলেদের মোটেই পছন্দ করেন না মেয়েরা। মেদবহুল ছেলেদের প্রেমে পড়ার সম্ভাবনা কম। মায়ের মতো কাঠামোর মহিলাদের পুরুষরা বেশি পছন্দ করেন।
প্রেমের তিন থেকে পাঁচ মাস পরেই ব্রেক-আপের সম্ভাবনা বাড়ে। গম্ভীর গলার পুরুষদের প্রতি মহিলাদের আকর্ষণ বেশি হয়।
মনোবিদদের একাংশ এখনও দাবি করেন, বিপরীত লিঙ্গের সঙ্গে ‘‘খুব ঘনিষ্ঠ বন্ধু’’ হওয়া যায় না। কোথাও না কোথাও প্রেম আসেই। কেউ হয়তো চেপে যান। কারওটা প্রকাশ পায়।
প্রেমে পড়লে প্রথম অন্তত একটি বছর মাথা ঠান্ডা থাকে, স্নায়ুর উপরে নিয়ন্ত্রণ বাড়ে। কাউকে ভাল লাগে কি না, সেটা ঠিক করতে ঠিক ক’মিনিট লাগে জানেন? চার মিনিট!
একে অপরের দিকে তাকিয়ে থাকলে হার্ট রেটও সিংক্রোনাইজ করে। প্রেমে পড়া আর কোকেনের নেশা নাকি একইরকম। গবেষকরা তা-ই বলছেন।
শরীরে কোনও যন্ত্রণা রয়েছে? যেমন মাথাব্যথা? স্রেফ ভালবাসার পাত্রটির দিকে তাকিয়ে থাকুন। তাঁর ছবির দিকে তাকালেও চলবে। কষ্ট কমে যাবে।
দু’জন মানুষ কখন প্রেমে পড়েন জানেন? দু’জন যখন একই পরিস্থিতিতে থাকেন, একমাত্র তখনই প্রেমে পড়া সম্ভব। এই কারণেই কলেজ, অফিস, পাড়া— প্রেমের ক্ষেত্রে স্থান-কাল এক হয়ে যায়।
দু’জনের স্বভাব একরকম হলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। স্বভাবে উল্টো হলে সম্পর্ক স্থায়ী হয়। আক্ষরিক অর্থেই হৃদয় ভাঙে। প্রেম ভেঙে গেলে তা সরাসরি সমস্যা তৈরি করতে পারে হৃৎপিণ্ডে। হতে পারে হার্ট অ্যাটাক।
প্রেমে পড়লে নিজেকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোর গরজ বেশি থাকে। এটা স্বাভাবিক। আকর্ষণীয় শরীরের থেকে আকর্ষণীয় মুখের কদর বেশি।
যাকে ভালবাসেন, স্রেফ তাকে একটা ‘‘থ্যাঙ্ক ইউ’’ বলুন। অকারণেই। দেখবেন, গভীরতর হবে সম্পর্ক। প্রেমে পড়লে পেটের ভিতরে প্রজাপতি ওড়ে? এটা কিন্তু একেবারে বাস্তব ব্যাপার। এটা হয় অতিরিক্ত অ্যাড্রিনালিন থেকে।
চোখের দিকে সরাসরি তাকানোর উপরে অনেক কিছু নির্ভর করছে। সেভাবে তাকাতে পারলে প্রেমের জোয়ার আসতেই পারে। প্রেমের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হল টাইমিং। আপনি কোথায়, কী অবস্থায় এবং কখন একজনের মুখোমুখি হচ্ছেন, তার উপরে নির্ভর করে সম্পর্ক কোন খাতে বইবে।
কোনও বিপর্যয়ের মধ্যে কি দেখা হয়েছে দু’জনের। সম্ভাবনা বেশি যে আপনারা প্রেমে পড়বেন। হিন্দি ছবি কিন্তু এ ক্ষেত্রে খুব একটা ভুল দেখায় না। প্রেমে ধাক্কা খেলে খুব সাবধান! কেননা, হতাশা থেকে পরবর্তী সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে মারাত্মক ভুল হয়ে যেতে পারে।
Design and developed by ওয়েব হোম বিডি