সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জবাসীর কাছে যাতে ভোট চাইতে না পারে তার জন্য পরিকল্পিত ভাবে নির্বাচন কমিশন ও সরকার ষড়যন্ত্র করে ৭২ ঘন্টা আগে বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করেছেন। যা কোন ভাবেই প্রত্যাশিত ছিল না। যদি নারায়ণগঞ্জ নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা করা হয় তার জন্য সরকারই দায়ী থাকবে।
সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিএনপির প্রার্থীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে বিএনপির মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেনের ২৫ দফা ইশতেহার প্রকাশ করা হয়। ইশতেহার প্রকাশকালে সাখাওয়াত হোসেন বলেন, আমি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ বাসীকে সন্ত্রাস মুক্ত, যানজটমুক্ত, মাদকমুক্ত বসবাস উপযোগী মহানগরী উপহার দিব। আমার এই লক্ষ্য অর্জনের জন্য সবাই আমাকে সমর্থন করে।
এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- মেজর (অবঃ) হাফিজ উদ্দিন (বীর বিক্রম), চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ্ আমান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নজরুল ইসলাম মঞ্জু, শ্যামা ওবায়েদ, এবিএম মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি