সিলেট ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৫
খেলাধুলা ডেস্ক :
দুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড।
ফাইনালে উঠতে হলে দক্ষিণ আফ্রিকাকে করতে হতো বিশ্বরেকর্ড। ৩৬৩ রান তাড়া করে জিতলে আইসিসি ওয়ানডে ইভেন্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ত প্রোটিয়ারা। তাতে ১১ দিনের মধ্যেই ভাঙত অস্ট্রেলিয়ার রেকর্ড। কিন্তু সেটা আর হলো কই।নিউজিল্যান্ডের কাছে ৫০ রানে হেরে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেই থেমে গেল প্রোটিয়াদের পথচলা। আর কিউইরা দুবাইয়ে ৯ মার্চ টুর্নামেন্টের ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে।
লাহোরে আজ ৩৬৩ রানের লক্ষ্যে ২০ রানেই ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি। পঞ্চম ওভারের পঞ্চম বলে প্রোটিয়া ওপেনার রায়ান রিকেলটনকে ফেরান ম্যাট হেনরি। ২০ রানে প্রথম উইকেট হারানো প্রোটিয়ারা পাওয়ার প্লে (প্রথম ১০ ওভার) শেষ করেছে ১ উইকেটে ৫৬ রানে। দ্বিতীয় উইকেটে রাসি ফন ডার ডাসেন ও টেম্বা বাভুমার ১০৫ বলে ১০৫ রানের জুটি হয়েছে। দুজনই ফিফটি করেছেন। ২৩তম ওভারের দ্বিতীয় বলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমাকে ফিরিয়ে জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। ৭১ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন বাভুমা।
বাভুমা ফেরার পর তৃতীয় উইকেটে এইডেন মার্করামের সঙ্গে ২৭ বলে ৩৬ রানের জুটি গড়তে অবদান রাখেন ডাসেন। ২৭তম ওভারের পঞ্চম বলে ডাসেনকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন স্যান্টনার। ৬৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬৯ রান করেন ডাসেন। বাভুমা, ডাসেন দুজনের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ২৬.৫ ওভারে ৩ উইকেটে ১৬১ রান। তৃতীয় উইকেটের জুটি ভাঙার পর থেকেই প্রোটিয়ারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে প্রোটিয়াদের স্কোর হয়ে যায় ৩৯.৩ ওভারে ৮ উইকেটে ২১৮ রান।
সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্তে খেলতে থাকেন ডেভিড মিলার। নবম উইকেটে কাগিসো রাবাদার সঙ্গে ৩৬ বলে ৩৮ রানের জুটি গড়তে অবদান রাখেন মিলার। ৪৬তম ওভারের তৃতীয় বলে রাবাদাকে ফিরিয়ে নিউজিল্যান্ডের জয় অনেকটা হাতের মুঠোয় নিয়ে আসেন হেনরি। আর মিলার শুধু খেলে গেছেন প্রোটিয়াদের হারের ব্যবধান কমানোর জন্য। শেষ বল পর্যন্ত খেলে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৬৭ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার। কাইল জেমিসনের বল লং অনে ঠেলে মিলার ২ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেও নিউজিল্যান্ডের ফাইনাল খেলা আগেই নিশ্চিত হয়ে গেছে। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১২ রানে থেমে যায় প্রোটিয়াদের ইনিংস।
নিউজিল্যান্ডের ৫০ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন রাচীন রবীন্দ্র। ১০১ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১০৮ রান করেছেন। ৫ ওভার বোলিংয়ে ২০ রানে নিয়েছেন ১ উইকেট। ক্যাচ ধরেন দুটি। নিউজিল্যান্ডের স্যান্টনার নিয়েছেন ৩ উইকেট। গ্লেন ফিলিপস, হেনরি নিয়েছেন দুটি করে উইকেট। মাইকেল ব্রেসওয়েল পেয়েছেন ১ উইকেট।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে করেছে ৬ উইকেটে ৩৬২ রান। যা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে দলীয় সর্বোচ্চ।
দুই কিউই ব্যাটার কেন উইলিয়ামসন (১০২), রাচীন রবীন্দ্র (১০৮) সেঞ্চুরি করেছেন। রাচীনের এটা ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। পাঁচ সেঞ্চুরির পাঁচটিই এসেছে আইসিসি ওয়ানডে ইভেন্টে। শেষ ১০ ওভারে আজ কিউইরা ৩ উইকেট হারিয়ে যোগ করেছে ১১০ রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ৩ উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিদি। রাবাদা ও উইয়ান মুইল্ডার নিয়েছেন ২ ও ১ উইকেট।
(সুরমামেইল/এএইচএম)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি