ফিলিপাইনে নতুন প্রেসিডেন্ট রদ্রিগো

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, মে ১০, ২০১৬

ফিলিপাইনে নতুন প্রেসিডেন্ট রদ্রিগো

download (2)

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন কট্টরপন্থী অপরাধবিরোধী প্রার্থী রদ্রিগো দুতার্তে। সোমবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে ভোট গণনা শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, তিনি ব্যাপক ভোটে জয়লাভ করেছেন।  খবর : বিবিসি

ক্যাথলিক চার্চ পরিচালিত সরকার কর্তৃক স্বীকৃত মনিটর সংস্থা পিপিসিআরভি অনুযায়ী, দুতার্তে পেয়েছেন এক কোটি ৫২ লাখ ৪৫ হাজার ৫৫৮ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মানুয়েল রোক্সাস পেয়েছেন ৯১ লাখ ৮৩ হাজার ৯২৮ ভোট। ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন জেজোমার বিনে। শিগগিরই সরকারিভাবে দেশের ১৬তম প্রেসিডেন্টের নাম ঘোষণা করবে ফিলিপাইন।

টানা ছয় বছর ক্ষমতায় থাকার পর সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচনে অংশ নিতে পারেননি দেশটির বর্তমান প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো। নির্বাচন পূর্ববর্তী জরিপগুলোতেও বিপুল ব্যবধানে জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে ছিলেন দাভাও শহরের মেয়র রদ্রিগো দুদার্তে।

রদ্রিগো টানা ২২ বছর ধরে দাভাও শহরের মেয়রের দায়িত্ব পালন করে আসছেন। অপরাধীদের বিষয়ে কঠোর হওয়ার কারণে স্থানীয়ভাবে তাকে ‘দ-নায়ক’ বলে ডাকা হয়। এছাড়া কট্টর মতাদর্শের কারণে ৭১ বছর বয়সী রদ্রিগোকে মার্কিন রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী রিয়েল এস্টেট ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের সাথে তুলনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com