সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৫
সুরমা মেইলঃ ঝিজিয়াং বিশ্ববিদ্যালয়ের একদল চীনা বিজ্ঞানী পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ফুলকপি, আলু এবং পেয়াজ পাকস্থলি ক্যান্সারের ঝুঁকি কমায়। অপরদিকে যব, লবন এবং প্রক্রিয়াজাত খাবারে ক্যান্সারের ঝুঁকি বাড়ে।
এছাড়াও ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে বাঁধাকপি, পাতাকপি এবং শাক।
যেসব সবজিতে ভিটামিন সি বিদ্যমান বিশেষ করে আলু পাকস্থলির অ্যান্টি অক্সিডেন্ট বৃদ্ধি করে। প্রতিদিন ৫০ গ্রাম ভিটামিন গ্রহন করলে দেহে ক্যান্সারের ঝুঁকি আট শতাংশ পর্যন্ত হ্রাস পায়।
বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, দৈনিক প্রতি ১শ’ গ্রাম ফল গ্রহন করলে ক্যান্সারের ঝুঁকি পাঁচ শতাংশ পর্যন্ত হ্রাস পায়।
প্রায় ৬৩ লাখ ব্যক্তির ওপর ৭৬টি গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে পৌছায় গবেষক দলটি। এরমধ্যে ৩৩ হাজার ব্যক্তির মৃত্যু হয়েছে পাকস্থলি ক্যান্সারে।
Design and developed by ওয়েব হোম বিডি