ফেঞ্চুগঞ্জে ঘুষি ওসমানীতে লাশ

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৫

ফেঞ্চুগঞ্জে ঘুষি ওসমানীতে লাশ
 las
সুরমা মেইলঃসিলেটের ফেঞ্চুগঞ্জে শিশুদের মারামারিকে কেন্দ্র প্রতিপক্ষের ঘুষির আঘাতে আহত হেলাল মিয়া (৪০) শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।  মৃত হেলাল মিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নয়াগাঁওয়ের মৃত কুতুব মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে নয়াগাঁওয়ের তারেক আহমদের ছেলে সাগর ও হেলাল আহমদের ছেলে রনির মধ্যে মারামারি হয়। মারামারির বিষয়টি নিয়ে ওইদিন সন্ধ্যায় হেলাল মিয়ার সাথে তর্কে লিপ্ত হন তারেক আহমদ। একপর্যায়ে হেলালের কানের উপর ঘুষি মারেন তারেক। এতে হেলালের কান দিয়ে রক্ত বেরোয় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

দ্রুত তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যু হয়।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর শুক্রবার সন্ধ্যায় হেলাল ও তারেকের তর্কাতর্কির বিষয়টি নিশ্চিত করলেও হেলালের মৃত্যুর খবরটি তাকে কেউ অবহিত করেনি বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com