সিলেট ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজারের ক্যাফে আল-মঞ্জিল রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রেস্টুরেন্টের সকল মালামাল পুড়ে ছাই হয়েগেছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা যায়, ফেঞ্চুগঞ্জ বাজারের থানা সড়কে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হাই খসরুর পরিচালনাধীন ক্যাফে আল-মঞ্জিল রেস্টুরেন্ট প্রতিদিনের মতো গত বুধবার মধ্য রাতে বন্ধ করে কর্মচারীরা নিকটবর্তী কোয়ার্টারে ঘুমাতে যায়। ভোররাতে ক্যাফে আল-মঞ্জিলের পার্শ্ববর্তী আবাসিক এলাকার লোকজন ক্যাফে আল-মঞ্জিলে আগুনের শিখা দেখে আগুন আগুন বলে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে উপজেলার অগ্নি নির্বাপক দলের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও রেস্টুরেন্টের ফ্রিজ, ফ্যান, চেয়ার-টেবিলসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ ৭ লক্ষাধিক টাকা বলে জানা যায়। রেস্টুরেন্টের পরিচালক আব্দুল হাই খসরু অগ্নিকাণ্ডের ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন। তিনি বলেন, কিছুদিন আগে গভীর রাতে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল ফোনে আমাকে বলেছিলো রেস্টুরেন্টে আগুন লেগেছে। বাড়ি থেকে রেস্টুরেন্টে ছুটে গিয়ে দেখি রেস্টুরেন্টে কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। সেই মোবাইল নাম্বার উল্লেখ করে বিষয়টি আমি থানায় সাধারণ ডায়রিভুক্ত করে রেখেছিলাম। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে না অন্য কোনভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, পুলিশ তদন্ত করলে বিষয়টি পরিষ্কার হবে।
Design and developed by ওয়েব হোম বিডি