সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬
স্পোর্টস ডেস্ক :: কানপুরের পর ইডেন টেস্টেও বড় জয় পেল ভারত৷ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট বাহিনী৷ সোমবার চতুর্থদিনে ১৭৮ রানে জয় তুলে নিলো কুম্বলের টিম ইন্ডিয়া৷ সেইসঙ্গে পাকিস্তানকে পিছনে ফেলে টেস্ট ক্রমতালিকায় পাকাপাকি ভাবে পয়লা নম্বর জায়গাটি দখলে করে নিলেন বিরাট কোহলিরা৷কঠিন পরিস্থিতির মধ্যে ব্যাট হাতে দুই ইনিংসে হাফ-সেঞ্চুরি করে ঘরের মাঠে ম্যাচের সেরা হলেন ঋদ্ধিমান সাহা৷
বঙ্গসন্তান ঋদ্ধিমান সাহার ব্যাটে ভর করে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৬৩ রানে৷ ঘরের মাঠে ৫৮ রানে অপরাজিত ঋদ্ধি৷ আর নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৩৭৬ রান৷ ইডেনে টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে এটাই সর্বোচ্চ স্কোর৷ ফলে কুউইদের কাছে এই রানটাই ছিল পর্বত প্রমাণ৷ এবং বাস্তবেও সেটাই ঘটলো৷ দ্বিতীয় ইনিংসে কিউইরা গুটিয়ে যায় মাত্র ১৯৭ রানে৷ কানপুরের মতোই একদিন আগেই দ্বিতীয় টেস্ট জিতে নিল ভারত৷ সিরিজ সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজও পকেটে পুরে নিলেন কোহলিরা৷
প্রথম ইনিংসেও দলের হাল ধরেছিলেন ঋদ্ধিমান৷ দ্বিতীয় ইনিংসেও তারই পুনরাবৃত্তি৷দুই ইনিংসেই দুরন্ত হাফ-সেঞ্চুরি করে অপরাজিত থাকেন এই বঙ্গসন্তান৷ঋদ্ধির ব্যাটেই ইডেন টেস্টে জয়ের গন্ধ পাচ্ছে টিম কোহলি৷দ্বিতীয় ইনিংসে ঋদ্ধি ছাড়া ৮২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রোহিত শর্মা৷ এছাড়া ৪৫ রান ক্যাপ্টেন কোহলি৷ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট নিয়েছেন৷
প্রথম ইনিংসে ভারতের ৩১৬ রানের জবাবে ২০৪ রানে শেষ হয়ে যায় কিউই ইনিংস ৷ফলে ১১২ রানের লিড পায় টিম ইন্ডিয়া৷দ্বিতীয় ইনিংসের শুরুতে ভারতের ব্যাটিং বিপর্যয় হয়৷ কিন্তু সপ্তম উইকেটে রোহিত-ঋদ্ধি সেঞ্চুরি (১০৩) পার্টনারশিপ গড়ে বিপর্যয় সামাল দেয়৷সেই সঙ্গে নিউজিল্যান্ডের সামনে বড় রানের টার্গেট দেয় ভারত৷
রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে এদিন সর্বোচ্চ রান করে ওপানার টম লাথাম (৭৪)৷ লিউক রঞ্চি করেন ৩২ রান৷ এছাড়া বলার মতো আর কেউ রান পাননি৷ ভারতের হয়ে বল হাতে প্রথম ইনিংসের মতোই সফল বাংলার মহম্মদ শামি, রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা৷ প্রত্যেকেই তিনটি করে উইকেট দখল করেন৷
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি