ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছনোয় আবারও খুলে দেওয়া হলো কাপ্তাই কর্ণফুলি পানিবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট।

 

কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের জানান, শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলিতে নিষ্কাশন হচ্ছে।

 

আগামী সোমবার সকাল ১০টায় এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়।

 

কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল (মিনস সি লেভেল) হলেও পানি রয়েছে ১০৮.৫৫ এমএসএল।

 

কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক জানান, গত কয়েকদিনের ক্রমাগত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়েছে। এ জন্য আবারও কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট।

 

এরআগেও হ্রদের পানি কমাতে গত ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিন বাঁধের ১৬টি গেট খোলা ছিল। পানির স্তর ১০৮ এমএসএলের নিচে চলে আসায় সব গেট বন্ধ করে দেওয়া হয়।

 

(সুরমামেইল/এমআইকে)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com