ফের নির্বাচক হচ্ছেন জয়সুরিয়া

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৬

ফের নির্বাচক হচ্ছেন জয়সুরিয়া

download

স্পোর্টস ডেস্ক : আবারও শ্রীলংকা ক্রিকেট দল নির্বাচক কমিটির চেয়ারম্যান হচ্ছেন সনাত জয়সুরিয়া। স্থানীয় আইল্যান্ড পত্রিকায় প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে। বর্তমান প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা তার চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানানোয় শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) তার বদলি খুঁজতে শুরু করেছে এবং বেশ কয়েকজন সাবেক খেলোয়াড়ের সঙ্গে আলোচনাও করেছে। তবে এক্ষেত্রে জয়সুরিয়া এগিয়ে রয়েছেন। ডি সিলভা এবং কুমার সাঙ্গাকারা উভয়েই সংক্ষিপ্ত সময়ের জন্য নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন এবং টি-২০ বিশ্বকাপ শেষে তাদের মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন নির্বাচক কমিটির তাৎক্ষণিক কাজ হবে ইংল্যান্ড দলের আসন্ন সফরের জন্য দল নির্বাচন করা। দুই দশকের খেলোয়াড়ী জীবনের অভিজ্ঞতা এবং জ্ঞান পরিবর্তনকালীন সময়ে থাকা দলটির জন্য সহায়ক হবে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপ শেষ হওয়ার আগ পর্যন্ত এর আগে দুই বছর প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন জয়সুরিয়া। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ শিরোপা জয়ী লংকান দলের প্রধান নির্বাচকের দায়িত্বেও ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com