ফের সাইবার হামলার আশঙ্কা

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মে ১৫, ২০১৭

ফের সাইবার হামলার আশঙ্কা

Manual2 Ad Code

তথ্য ও প্রযুক্তি ডেস্ক :: “শুক্রবারের সাইবার হামলা  একশত পঞ্চাশ  দেশে দুই লাখেরও বেশি লোককে ক্ষতিগ্রস্ত করেছে”,  ইউরপোলের প্রধান রব ওয়াইনরাইট বলেন।

তিনি বিবিসিকে বলেন, “এ পরিমানটা একেবারেই অপ্রত্যাশিত ছিল।” তিনি সতর্ক করে দিয়েছেন সোমবার সকালে আরো বেশি মানুষ সাইবার আক্রমণের শিকার হবার সম্ভাবনা আছে।

সাইবার সিস্টেমে ছেড়ে দেয়া ভাইরাস কম্পিউটারের ফাইল নিয়ন্ত্রণ নিয়ে ফেলে টাকা দাবী করছে। এতে রাশিয়া এবং যুক্তরাজ্য আক্রান্ত হয়েছে বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, আরেকটি সাইবার আক্রমণ হতে যাচ্ছে শিগগিরই এবং তারা  নিরাপত্তা ব্যবস্থা আপডেট করার জন্য সবাইকে সতর্ক করে দিয়েছেন।

ওয়াইনরাইট বলেন যে,  “র‍্যানসমওয়্যারটি টাকা আদায় না হওয়া পর্যন্ত ডাটা আটকে রাখছে। এটা ভাইরাস আকারে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিজে নিজে ছড়িয়ে পড়ছে”।

Manual1 Ad Code

তিনি আরো বলেন, “আক্রান্ত কম্পিউটার এ ভাইরাসকে দ্রুত পুরা নেটওয়ার্কে ছড়িয়ে যেতে সাহায্য করছে। এ কারণেই আক্রান্তের সংখ্যা আমরা বেশি দেখছি। যদিও এটাকে মোকাবেলা করতে তাৎক্ষণিকভাবে সাময়িক ব্যবস্থা নেয়া হয়েছিল কিন্তু হামলাকারীরা নতুন র‍্যানসমওয়ার নিয়ে এসে এটাকেও অচল করে দেয়।”

“সোমবার সকালের মধ্যেই প্রত্যেক প্রতিষ্ঠানের সিস্টেম আপডেট করে ফেলতে হবে”, ইউরোপিয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থার প্রধান বলেন।

Manual8 Ad Code

এখন পর্যন্ত ইংল্যান্ডে ৪৮টি ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস), স্কটল্যান্ডে ১৩টি এনএইচএসের অধীনে হাসপাতাল, রোগীদের তত্তাবধায়নে জিপি সিস্টেম, ফার্মেসিগুলো আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। সেইসাথে বিভিন্ন দেশে উপরের সারির টেলিকম প্রতিষ্ঠানগুলোও আক্রান্ত হবার সংবাদ দিয়েছে বিবিসি। হ্যাকাররাও ইতিমধ্যে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান থেকে অর্থ আদায় করে নিতে সক্ষম হয়েছে বলে সংবাদ সূত্রে জানা যায়।

Manual2 Ad Code

ইউরোপোল প্রধান বলেন যে, তার সংস্থা এফবিআই’র সাথে কাজ করছে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে এবং এর সাথে একাধিক ব্যক্তি জড়িত হতে পারে বলে তিনি জানান। সূত্র: বিবিসি

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code