ফেসবুকে প্রধানমন্ত্রীকে হুমকি হবিগঞ্জ থানায় ছাত্রলীগ নেতার মামলা

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬

ফেসবুকে প্রধানমন্ত্রীকে হুমকি হবিগঞ্জ থানায় ছাত্রলীগ নেতার মামলা

1443505241-pm_bd

সুরমা মেইল নিউজ :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ লেখা পোস্ট করার অভিযোগ এনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইয়াদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফা কামাল আজাদ রাসেল।

বুধবার রাতে হবিগঞ্জ সদর থানায় তিনি এ মামলাটি দায়ের করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, চৌধুরী ইয়াদ আহমেদ সিদ্দিকী দীর্ঘদিন যাবত সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা এবং রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিদের সম্পর্কে অশোভন লিখা ফেসবুখে পোস্ট করে বর্তমান গণতান্ত্রিক সরকারের ভাবমুর্তি নষ্টসহ সরকার উচ্ছেদের পরিকল্পনায় লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় এজাহারে নামীয় আসামী গত ১৫ সেপ্টেম্বর রাত প্রায় ১০টা ৫৫ মিনিটে তার ফেসবুকের আইডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির নিচে মাধ্যমা আঙ্গুলী প্রদর্শন করে ট্রল করে পোস্ট করে। এতে সে নিজেকে ঢাকা সিটি কর্পোরেশনের ছায়া মেয়র হিসেবে পরিচয় দেয়। সে লিখে শেখ হাসিনার চারদিকে ভারতের বিশেষ নিরাপত্তা চাদর রয়েছে। ভারতীয়রা সরাসরি শেখ হাসিনার নিরাপত্তা বিধান করছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে ভারতের স্বার্থেরই প্রতিনিধিত্ব করছেন। স্টেটাসে ফেসবুক আইডিতে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী মন্তব্য করে ‘শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’ যা গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ছাপা হয়েছে। চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর এরূপ কার্যকলাপে রাষ্ট্রের এবং সরকারের তথা দেশের স্থিতিশীল পরিস্থিতি যে কোন সময় বিনষ্ট হতে পারে বলে আশংকা প্রকাশ করেন বাদী মোস্তাফা কামাল আজাদ রাসেল।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি লিখিত এজাহার সদর থানার ওসি ইয়াসিনুল হকের কাছে দাখিল করেন।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর সার্কেলের এএসপি জানান, আইসিটি আইনের ৫৭ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com