ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুললে কারাদণ্ড-নজরদারি করবে প্রশাসন

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০১৬

ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুললে কারাদণ্ড-নজরদারি করবে প্রশাসন

download (3)

প্রযুক্তি ডেস্ক : ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট তৈরী করে যারা মানুষকে হয়রানি করেন, তাদেরকে দুঃসংবাদ দিয়েছে ব্রিটিশ সরকার। দেশটির সরকার জানিয়েছে, যদি প্রমাণ হয় ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট তৈরী করেছে তাহলে তাকে জেলের ভাত খেতে হবে। জানা গেছে, মেয়েদের ছবি দিয়ে ভূয়া অ্যাকাউন্ট তৈরী করার প্রবণতা সবচে বেশি। এতে যে মেয়ের ছবি ওই ভুয়া অ্যাকাউন্টে ব্যবহার করা হয় তাকে ব্যক্তিগত ও সামাজিকভাবে হয়রানির শিকার হতে হয়। এসব অ্যাকাউন্ট ব্যবহার করে অপরাধ মূলক কর্মকাণ্ড করা ছাড়াও আপত্তিকর পোস্ট ও ছবি দেয়া হয়। কারাদণ্ড ছাড়াও হতে পারে আর্থিক জরিমানা। কীভাবে ধরা পড়বে ভুয়া অ্যাকাউন্ট? ব্রিটেনের সরকার এমন এক পরিষেবা চালু করতে চলেছে, যেখানে সন্দেহজনক প্রোফাইলের ওপর নজরদারি করবে প্রশাসন। কিছুদিন নজরদারির পর ধরতে পারলেই শ্রীঘরে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com