ফ্যানকে খুশি করতে নিজের হিরের আংটি

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬

ফ্যানকে খুশি করতে নিজের হিরের আংটি

Manual3 Ad Code
download (5)বিনোদন ডেস্ক : বলিউডের কিং খান শাহরুখ তার ফ্যানদের উদ্দেশ্যে আস্ত একটা সিনেমাই বানিয়ে ফেললেন। আর এই গায়িকা নিজের হাতের হিরের আংটি খুলে তার ফ্যানকে দিয়ে দিলেন! সম্প্রতি এই ঘটনা ঘটালেন বলিউডের কণ্ঠশিল্পী নেহা কক্কর।
জানা গেছে- এই সপ্তাহে ‘সা রে গা মা পা’ মিউজিক ট্যালেন্ট হান্টে স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসাবে এসেছিলেন নেহা। আর সেখানেই সকলকে তিনি দিলেন বিরাট সারপ্রাইজ। এই শোয়ের প্রতিযোগী রূপালী যগ্গা। যিনি নেহার ফ্যান। আর নিজের ফ্যানকে খুশি করতে নেহা কক্কর তার হাতের মূল্যবান হিরের আংটি খুলে দিয়ে দিলেন! ফ্যানদের জন্য এমন ঘটনা অবশ্য বিরল বলা যায়।
উল্লেখ্য, ‘ইণ্ডিয়ান আইডল’ খ্যাত গায়িকা নেহা কক্কর বর্তমানে বলিউড-টালিউডে তুমুল রাজত্ব করে চলেছেন। অসাধারণ গায়কি ও কণ্ঠ দিয়ে ব্যাপক ভক্তদের মন জয় করেছেন তিনি। সুন্দর কণ্ঠের পাশাপাশি তার অসাধারণ রুপেও দর্শকরা মুগ্ধ।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code