ফ্রান্সের রাষ্ট্রদূত তলব করল ইরান

প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০১৬

ফ্রান্সের রাষ্ট্রদূত তলব করল ইরান

500x350_f05e1d0f71bc0c1635f5fe535d1cdc71_4bk4edf984aeb46njy_800C450

আন্তর্জাতিক ডেস্ক : মুনাফেকিন সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খালক অর্গানাইজেশন বা এমকেও’র সমাবেশকে কেন্দ্র করে ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রাঁসোয়া সেনেমদকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক বিভাগের মহাপরিচালক আবুল কাসেম দেলফি তেহরান নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ করেন। দেলফি বলেছেন, ওই সমাবেশে যারা অংশ নিয়েছেন তাদের হাত ইরানের সাধারণ জনগণের রক্তে রঞ্জিত এবং তালেবান, আল-কায়েদা ও দায়েশ এবং ইহুদিবাদী ইসরাইলের মিত্ররা সে সমাবেশে ইরানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। ফ্রান্সের মাটিতে ইরান-বিরোধী এ ধরনের সমাবেশ গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, অন্য দেশের কর্মকর্তাদের ওই সমাবেশে তৃতীয় একটি দেশের বিরুদ্ধে উসকানিমূলক ও অপমানজনক বক্তব্য দেয়ার সুযোগ দেয়া আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন। এ ধরনের ঘটনা সারা বিশ্বেই নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য।

দেলফির বক্তব্যের জবাবে ফরাসি রাষ্ট্রদূত সেনেমদ বলেছেন, এমকেও’র সঙ্গে ফ্রান্স সরকারের কোনো সম্পর্ক নেই এবং এমকেও সন্ত্রাসী গোষ্ঠীকে স্বীকৃতি দেয় না। তবে ইরানের এ প্রতিবাদ যত তাড়াতাড়ি সম্ভব তার দেশের সরকারকে তিনি অবহিত করবেন। গত শনিবার প্যারিসে এমকেও’র বার্ষিক সমাবেশ হয়েছে যাতে সৌদি আরবের সাবেক গোয়েন্দামন্ত্রী তুর্কি বিন ফয়সাল উপস্থিত ছিলেন। সমাবেশে তিনি ৩০ মিনিট বক্তৃতা করেছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com