ফ্রান্সে বোমা হামলায় নিন্দা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৫

ফ্রান্সে বোমা হামলায় নিন্দা  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
hasina
সুরমা মেইল : ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট  মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার এক বার্তায় এই শোক ও নিন্দা জানানো হয়।

ফ্রান্সের রাজধানী প্যারিসে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ১৫৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে একটি কনসার্টে হামলা ও জিম্মির ঘটনায় মারা গেছেন কমপক্ষে ১১০ জন। উদ্ভূত  পরিস্থিতিতে ইউরোপের এই দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফাঁসোয়া ওলাঁদ। ইতিমধ্যে দেশটির সব সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে এটাই বড় ধরনের কোনো হামলা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com