সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : প্রতিদিন মানুষের কত কিছুই না গচ্ছা যায়, তবে এই প্রথম কোনো এক ভদ্র লোকের বউ হারানোর গচ্ছা গেলও। মৌলভীবাজারের কুলাউড়ায় প্রেম করে বিয়ে করে ভালোবাসার মানুষটিকে হরিয়ে এখন দিশেহারা স্বামী। বউকে ফিরে পেতে দিশেহারা স্বামী সহায়তা চেয়েছেন পুলিশের।
সূত্রে মতে, কুলাউড়ার শরিফপুর ইউনিয়নের বাসিন্দা আমির খাঁনের ছেলে কামাল খাঁন। ২০১০ সালে প্রেম করে বিয়ে করেন পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলার লাঙ্গরপুল গ্রামের শামছুল ইসলামের মেয়ে ফারজানা আক্তার শিরিনকে। কিন্তু এ বিয়েতে মত ছিল না ফারজানার পরিবারের। এ নিয়ে ফারজানার মা রাবেয়া আক্তার কামালের বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে মামলাটি নারী শিশু আদালতে বিচারাধীন। এদিকে বিয়ের পর থেকে সুখেই চলছিল তাদের সংসার। এরই মধ্যে তাদের সুখের সংসারে রয়েছে এক কন্যা সন্তান জুই খাঁন (৪)। কিন্তু গত ১৪ মার্চ ডাক্তার দেখানোর কথা বলে মেয়ে জুইকে নিয়ে স্থানীয় শমসেরনগর বাজারে যান ফারাজানা খানম শিরিন। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন ফারজানা। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। স্ত্রী ফারজানাকে হারিয়ে পাগলপ্রায় স্বামী কামাল। স্ত্রীর সন্ধানে ১৬ মার্চ রাতে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে তার স্বামী থানায় জিডি করেছেন। গৃহবধূকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি