বগুরায় নামাযে গুলি নিহত ১ আহত ৩, অতঃপর অভিযান

প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৫

বগুরায় নামাযে গুলি নিহত ১ আহত ৩, অতঃপর অভিযান

Manual1 Ad Code

Bogura

 

Manual3 Ad Code

সুরমা মেইল : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিয়া মসজিদে নামাযরত অবস্থায় মুসল্লিদের ওপর দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় অভিযান শুরু  করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

Manual3 Ad Code

তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী কাউকে আটক করতে পারেনি।

বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের ধরতে হরিপুর গ্রামসহ আশে-পাশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। একাধিক স্থানে চেকপয়েন্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর শিবগঞ্জের কিচক ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদ-ই-আল মোস্তফায় নামাযরত অবস্থায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মোয়াজ্জেম হোসেন (৭৫) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হন আরও তিনজন।

Manual3 Ad Code

নিহত মোয়াজ্জেম হোসেন কিচকের হরিপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ তিনজন হলেন- মো. শাহীনুর, আবু তাহের ও আফতাব আলী। এদের মধ্যে শাহীনুর ও তাহেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আফতাবকে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code