সিলেট ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৫
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল সোয়া ১০টায় হেলিকপ্টারযোগে বগুড়া সেনানিবাসে পৌঁছান। তিনি ১২ ল্যান্সারকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন।
পরে বেলা আড়াইটায় তিনি স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।
সভাস্থলে ডিজিটাল ইলেকট্রনিক্স বোর্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী ৭৬৭ কোটি ৬৯ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে ৩৪টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে ৩৪৬ কোটি ১৮লাখ টাকা ব্যয়ে ১৯টি প্রকল্পের উদ্বোধন এবং ৪২১কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ১৫টির ভিত্তিফলক স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বগুড়ায় এখন সাজসাজ রব। আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই জেলা আওয়ামী লীগ জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে চলছে প্রস্তুতি। জনসভাস্থল, জিরো পয়েন্ট সাতমাথাসহ প্রধানমন্ত্রীর যাতায়াত পথে অসংখ্য তোরণ, ব্যানার, ফেস্টুন টানানো হয়েছে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি